মেট্রোপলিটন সার্কেল, ঢাকা ডাক অধিদপ্তরের অধীন ডাক সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ সার্কেল। ঢাকা ও নারায়ণগঞ্জ মেট্রোপলিটন এলাকার বিপুল জনগোষ্ঠীর ডাকসেবা প্রদানের নিমিত্তে ২০০৬ সালের ০৫ ডিসেম্বর তদকালীন কেন্দ্রীয় সার্কেল, ঢাকা বিভাজনের মাধ্যমে এই অঞ্চলের একমাত্র সরকারি ডাক সেবা প্রদানকারী সার্কেল হিসেবে বতর্মান মেট্রোপলিটন সার্কেলের সৃষ্টি হয়। জন্মলগ্ন হতেই মেট্রোপলিটন সার্কেল, ঢাকা তার সুবিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ঢাকা এবং নারায়ণগঞ্জ মেট্রোপলিটন এলাকাতে বহুমুখী মৌলিক ডাক সেবা এবং আর্থিক ও তথ্য প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল ডাক সেবা প্রদান করে আসছে। বতর্মানে মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর অধীনে ১ টি জিপিও (ঢাকা জিপিও), ২ টি প্রধান ডাকঘর (ঢাকা সদর প্রধান ডাকঘর এবং নরায়ণগঞ্জ প্রধান ডাকঘর), ৪টি পোস্টাল বিভাগ ( ঢাকা নগরী উত্তর বিভাগ, ঢাকা নগরী দক্ষিণ বিভাগ, বৈদেশিক ডাক, ঢাকা এবং সর্টিং এবং এয়ার বিভাগ, ঢাকা), ১ টি প্রশিক্ষণ কেন্দ্র, (ডাক প্রশিক্ষণ কেন্দ্র, জিরানী,গাজীপুর), ১ টি ফেরত চিঠি অফিস, (আরএলও), ১ টি ডাক বিভাগীয় চিকিৎসা কেন্দ্র, ১ টি ব্যাগ নিয়ন্ত্রণ অফিস রয়েছে। বর্তমানে সার্কেলটির অনুমোদিত মোট জনবলের সংখ্যা ২৩৭৫ জন। শ্রেণি-পেশা নির্বিশেষে সার্কেলের আওতাধীন সকল স্তরের জনগণের জন্য দ্রুততার সাথে নির্ভরযোগ্য ডাক সেবা নিশ্চিতকরণে মেট্রোপলিটন সার্কেল, ঢাকা অঙ্গীকারবদ্ধ।